ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে টানা অবস্থান কর্মসূচিতে নেমেছেন ছাত্র–জনতা। বিক্ষোভে সংহতি জানিয়ে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে তারা শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। এ সময় শাহবাগজুড়ে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভকারীদের সঙ্গে একাত্ম হয়ে নাহিদ ইসলাম স্লোগান দেন ‘গোলামী না আজাদি আজাদি, আজাদি’। উপস্থিত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে প্রতিবাদস্থল।
সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশ এখন এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এই লড়াইয়ে ছাত্র–জনতা প্রস্তুত এবং হাদির রক্তের বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বিক্রি হতে দেওয়া হবে না।




