ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত জামিন দেওয়া বিপজ্জনক হতে পারে: ড. আসিফ নজরুল

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক হুমকিপূর্ণ কর্মকাণ্ডের প্রেক্ষিতে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, তার দলের অনুসারীদের জামিন দেওয়া হলে তা আইন বা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। ড. আসিফ নজরুল জানান, প্রধান বিচারপতি দেশের একটি সংকটকালীন সময়ে বিচার বিভাগীয় সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কারের পেছনে প্রধান বিচারপতির সমর্থন গুরুত্বপূর্ণ ছিল। আইন মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগে তার সহযোগিতা থেকেছে।

ব্রিফিংয়ে তিনি হাইকোর্টের কিছু বেঞ্চ থেকে অস্বাভাবিকভাবে দ্রুত জামিন প্রদানের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কখনও চার ঘণ্টার মধ্যে শতাধিক জামিন দেওয়ার ঘটনাও ঘটেছে, যা বিপজ্জনক ব্যক্তিদের মুক্তি দিয়ে গণ-অভ্যুত্থানের নেতাদের ওপর হামলার আশঙ্কা সৃষ্টি করতে পারে।

ড. আসিফ নজরুল আরও বলেন, যেসব ব্যক্তি জামিন পেলে অন্যকে হত্যা করতে পারে—তার জামিন দেওয়ার সিদ্ধান্ত বিচারকদের বিবেচনায় থাকা উচিত। কারণ সম্ভাব্য প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও কাউকে মুক্তি দেওয়া ন্যায়বিচারের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি জানান, সন্তানদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনে কঠোর ভাষায় মন্তব্য করতেও কোনো দ্বিধা থাকা উচিত নয়। নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়টি প্রথম বৈঠকেই তুলে ধরবেন। তিনি নিশ্চিত করেন, আইনগতভাবে যাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে তারা পাবেন, কিন্তু যারা সমাজ ও ব্যক্তির জীবনের জন্য হুমকি, তাদের ক্ষেত্রে সতর্কতা জরুরি।

ড. আসিফ নজরুল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে সম্মান জানিয়ে বলেন, ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের ফলেই দেশ একজন যোগ্য, দক্ষ ও সৎ প্রধান বিচারপতি পেয়েছে। এটি গণ-অভ্যুত্থানের একটি বড় অর্জন। ভবিষ্যতেও বিচার বিভাগে অনিয়ম ও প্রশ্নবিদ্ধ বিষয় দূর করতে কাজ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন