প্রায় দেড় যুগের দীর্ঘ প্রতীক্ষার পর ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের ৯০ জন, পুলিশ ক্যাডারের ৭০ জন, অডিট ক্যাডারের ৫ জন, আনসার ক্যাডারের ১ জন, কর ক্যাডারের ১ জন, সমবায় ক্যাডারের ৫ জন এবং খাদ্য ক্যাডারের ২ জন রয়েছেন।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় মোট ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাই কোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা গত ফেব্রুয়ারিতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
এরপর আপিল বিভাগ ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। এরমধ্যে ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে।




