ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নিরাপত্তা: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নিরাপদ ও স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হবে।

আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রসমূহে সম্ভাব্যতা অনুযায়ী সিসিটিভি কাভারেজ নিশ্চিত করা হবে। মাঠে ব্যবহৃত ইন্টারনেট সংযুক্ত বডি ক্যামেরার মাধ্যমে লাইভ ফিড নির্বাচন কমিশনের সমন্বয় সেলে প্রদর্শন করা হবে। ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটকেন্দ্র ও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষার কাঠামো অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় লীড মন্ত্রণালয় হিসেবে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় নিরাপত্তা নিশ্চিত করবে। প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান করা হবে। অপরাধ, গুজব ও অবৈধ অস্ত্র ব্যবহার রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা, সিসিটিভি কাভারেজ এবং বডি ক্যামেরার লাইভ পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে। ভোটের আগে ৪ দিন, ভোটের দিন এবং ভোটের পর ২ দিন আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪২৭৬১ ভোটকেন্দ্রের মধ্যে ২৮৬৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮ হাজার ২২৬ কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এবং ২০৪৩৭ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইসির ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন