আলোচিত মডেল মেঘনা আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন। নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানিয়ে বলেন, ঢাকা-৮ এলাকা নারীদের জন্য দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। মেঘনা আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে” ধরনের প্রতিশ্রুতি শোনা গেছে, কিন্তু বাস্তবে উন্নয়ন ঘটাতে হলে প্রয়োজন বাস্তবদৃষ্টিকোণ সম্পন্ন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব। তিনি নিজেকে সেই বাস্তব উদাহরণ হিসেবে দেখান, যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতীক।
মেঘনা আলম বলেন, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা স্থাপন করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। এছাড়া তিনি এলাকার জন্য একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছেন, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলতে ও সাইকেল ব্যবহার করতে পারেন।
তিনি আরও জানিয়েছেন, জনস্বার্থে স্বল্প খরচে পাবলিক ওয়াশরুম (গোসল ও ব্রেস্টফিডিং, বাচ্চার ডায়াপার চেঞ্জ করার সুবিধা) এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করা হবে। এতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী বা পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পাবেন।
মেঘনা আলমের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন, সামাজিক সচেতনতা এবং আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।




