ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি শীর্ষ নেতৃত্বের নিরাপত্তার প্রধান শামছুল ইসলাম

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ড. এ কে এম শামছুল ইসলাম খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা, চলাচল, কর্মসূচি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা তদারক করবেন। প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ও দলের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও জানানো হয়েছে।

বিএনপি নেতারা জানান, দলীয় চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন