ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ দিয়েছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এই কমিটি নির্বাচনী অপরাধ তদন্ত এবং সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে। কমিটিতে বিচারকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নির্বাচনের সময় সার্বক্ষণিক নিরাপত্তা ও অনুসন্ধান কার্যক্রম তদারকি করবেন।

ইসির আইন শাখা ইতোমধ্যেই এই নির্দেশনা সব বিভাগীয় কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের কাছে প্রেরণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, কমিটির কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই জন অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োগ করা হবে।

এছাড়া, কমিটি প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স মোতায়নের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। নির্বাচন কমিশন আশা করছে, গঠিত কমিটি এবং পুলিশি সহায়তার মাধ্যমে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রেখে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন