ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছেদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডতথ্য নিশ্চিত করেছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের সব খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এজন্য বিসিবি গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের মতো ব্যাপক জনসমাগমের আয়োজন করা হবে না।

বিপিএল ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে। এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় দেশে ফিরবেন, যার ফলে দেশজুড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাগম করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো কঠিন হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত আমরা। বর্তমান পরিস্থিতি বুঝে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিপিএল শুরু নিয়ে কোনো সংশয় নেই।”

সংবাদটি শেয়ার করুন