সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ১১ মিনিটে আঘাত হেনেছে ৪ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানান, ভূমিকম্পের উৎপত্তি মাটি থেকে ৮ কিলোমিটার গভীরে। মাত্রা কম হওয়ায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরোপীয় টেকটোনিক প্লেটের চাপের কারণে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই চাপ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের নিচে থাকা ফল্টগুলো পুনরায় সক্রিয় করতে পারে। ফলে এলাকায় মাঝে মাঝে ভূমিকম্প অনুভূত হওয়া স্বাভাবিক।
এর পাশাপাশি, কয়েকদিন ধরে খারাপ আবহাওয়ার কারণে প্রদেশটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও আজ (বুধবার) পর্যন্ত তৃতীয়দিন টানা বন্ধ রাখা হয়েছে।




