ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, সমাজ বদলের জন্য: শিক্ষা উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে কেবল চাকরি পাওয়ার সনদ হিসেবে না দেখে সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তাঁর মতে, শিক্ষার সার্থকতা পেশাগত অর্জনের বাইরে গিয়ে সমাজে ইতিবাচক অবদান রাখার মধ্যেই নিহিত।

বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, একজন শিক্ষিত মানুষের দায়িত্ব শুধু নিজের সাফল্য নিশ্চিত করা নয়, বরং সেই সাফল্যের প্রভাব সমাজে কীভাবে পড়ছে—সে প্রশ্ন তোলা।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বাংলাদেশ এমন স্নাতক চায় যারা নিজ নিজ পেশায় দক্ষ হওয়ার পাশাপাশি নৈতিকতায় দৃঢ় থাকবে। তিনি বলেন, আমরা এমন নাগরিক চাই যারা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে, প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে এবং সততা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, সমাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা এখন দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে প্রবেশ করছে। অর্জিত জ্ঞান যেন কেবল ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ নির্মাণে ব্যবহৃত হয়—সে আহ্বান জানান তিনি। পূর্বসূরিদের আদর্শ অনুসরণের কথাও স্মরণ করিয়ে দেন উপদেষ্টা।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক, শিক্ষক ও পরিবারের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। সমাবর্তনে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন