ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ নির্বাচনে ডামি প্রার্থীদের নিষিদ্ধের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া তথাকথিত ‘ডামি’ প্রার্থীদের অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। এ দাবির পক্ষে সংগঠনটি নির্বাচন কমিশনকে (ইসি) একটি লিগ্যাল নোটিশও পাঠিয়েছে বলে জানিয়েছে নেতারা।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। সাক্ষাতে তারা ভবিষ্যৎ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ডামি নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, ২০২৪ সালের নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা জনগণের মতামতকে উপেক্ষা করেছেন এবং প্রকারান্তরে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন। সে কারণেই তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন, সেই দাবিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার চেষ্টা হলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবে ছাত্রসমাজ। রিফাত রশীদ অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রকৃত ভোট না থাকায় তারা অতীতে ভোট চুরি করেছে, অথচ এখন কিছু রাজনৈতিক দল তাদের ভোটের আশায় নতজানু হয়ে পড়ছে। পলাতক ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্রের জবাবে আন্দোলন আরও কঠোর হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বাইরেও যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারাও জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাকে সমর্থন করেছেন। তাই ওই ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, তাদের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া উচিত নয়।

শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্ট করে জানান, গণতন্ত্র ও জনমতের স্বার্থে তারা ইসির নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন এবং দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলন জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন