ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

চলতি ডিসেম্বরের শুরু থেকেই প্রবাসী আয়ে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। মাসটির প্রথম ১৬ দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে এসেছে মোট ১৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে প্রায় ১১ কোটি ৪১ লাখ ডলার, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ইতিবাচক প্রবণতা।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আরিফ হোসেন খান আরও বলেন, শুধু ১৬ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯০ লাখ ডলার। পাশাপাশি চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর আগে অক্টোবরে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করুন