আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী এই দিনটির অপেক্ষায় রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এই প্রত্যাবর্তনকে ঘিরে তাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে।
দলীয় সূত্র জানায়, এই কমিটির মাধ্যমে তারেক রহমানের আগমন উপলক্ষে অভ্যর্থনা কর্মসূচি, দলীয় আয়োজন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম সুশৃঙ্খল ও সমন্বিতভাবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে।
বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন আশার বার্তা নিয়ে আসবে।




