মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।
বুধবার (১৭ ডিসেম্বর) সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত একটি ডিজিটাল প্রাচীরঘড়ি স্থাপন করা হয়। পাশাপাশি হলের সাধারণ শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ক্যান্টিনের পাশে একটি ইলেক্ট্রিক পানি ফিল্টার বসানো হয়।
হলের সাবেক শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিকের এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম এবং হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক শামীম বিন রফিক, সবুজ আহমেদসহ হল ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া শেখ মুজিবুর রহমান হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রদল নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আড্ডারত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লাল গোলাপ বিতরণ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ছাত্রদল নেতারা। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর হাতে লেখা ‘একটি জাতির জন্ম’ শীর্ষক প্রবন্ধটি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে তরিকুল ইসলাম তারিক বলেন, দূর থেকে যেন সহজেই সময় দেখা যায়—সে উদ্দেশ্যেই ডিজিটাল ঘড়িটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সুপেয় পানির একটি স্থায়ী ব্যবস্থা। সেই চাহিদা থেকেই ক্যান্টিনের পাশে পানি ফিল্টার বসানো হয়েছে। শিক্ষার্থীরা যেন সহজে বিশুদ্ধ পানি পান করতে পারেন, সেটাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নিজেও একসময় এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো তিনি কাছ থেকে দেখেছেন।




