ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি শান্তিরক্ষীদের মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর

বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী সুদানের আবেই অঞ্চলে ড্রোন হামলায় শাহাদাতবরণ করেছেন। সশস্ত্র হামলায় শহীদদের মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে সন্ত্রাসী ড্রোন হামলায় মোট ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। প্রাথমিকভাবে ৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও পরবর্তী হালনাগাদে আরও একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

আহত শান্তিরক্ষীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩) চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে একজন আহত শান্তিরক্ষী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বাকি সবাই বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

আইএসপিআর আরও জানায়, দেশে ফেরার পর শহীদদের মর্যাদার সঙ্গে যথাযথ অন্তোষ্টিক্রিয়া আয়োজন করা হবে। হামলায় আহত সকল শান্তিরক্ষীর চিকিৎসা চলমান রয়েছে এবং তাদের সুস্থতার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন