ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় ইতিবাচক সাড়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার অবস্থা খুব বেশি পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকরা এটিকে স্থিতিশীল হিসেবে দেখছেন। তিনি আরও জানান, খালেদা জিয়া গত কয়েক দিনের মতোই চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শরীর ওষুধের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে। দেশি ও বিদেশি চিকিৎসা বোর্ড তার চিকিৎসা অব্যাহত রেখেছে।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তার নিউমোনিয়ার সমস্যা দেখা দেয়। এছাড়া তার সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসসহ অন্যান্য পুরোনো রোগের জটিলতা।

বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

সংবাদটি শেয়ার করুন