আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুমানিক ১৭৫ থেকে ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এটি ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় প্রশাসনিক চুক্তির ফলাফল।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে। ডেলিগেশন প্রধানের নাম ইতিমধ্যে জানা গেছে; তিনি হলেন মেম্বার অব ইউ পার্লামেন্ট আইভার্স ইজাপস। চুক্তিটি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ব্রাসেলসের অনুমোদনের অপেক্ষায় প্রকাশ করা হয়নি। অনুমোদন নিশ্চিত হওয়ার পর আজ এ তথ্য সাংবাদিকদের জানানো হচ্ছে।
সচিব আখতার আহমেদ জানান, আমাদের ধারণা অনুযায়ী ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের বিস্তারিত শিডিউল পরবর্তীতে জানানো হবে। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় আমরা পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা দেব।
তিনি আরও বলেন, বিশেষ করে যাতায়াত ও চলাফেরায় কমিশন সহযোগিতা করবে। তবে কিছু ক্ষেত্রে, যেমন পার্বত্য চট্টগ্রামে, স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মানা বাধ্যতামূলক। পর্যবেক্ষকরা তাদের সঙ্গে প্রয়োজনীয় ইকুইপমেন্ট আনবেন এবং কাজ শেষে তা ফেরত নেবেন।
ইসি সচিব জানান, পর্যবেক্ষকরা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া ইইউ ছাড়াও টার্কি (তুরস্ক) থেকে এবং আরও দুই-একটি সংস্থা পর্যবেক্ষণের জন্য আগ্রহী প্রস্তাবনা পাঠিয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।




