প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিদেশে যাওয়া প্রবাসীদের ক্ষেত্রে আগে অনেক ধরনের দুর্নীতি ঘটত। প্রবাসী অ্যাপসের মাধ্যমে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় হতো। এই সমস্যা দূর করতে সরকার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, এই উদ্যোগে আমাদের আইওএম এবং আইএলও গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। এর ফলস্বরূপ আমরা ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফরম’ নামে একটি পূর্ণাঙ্গ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। এখন সব বিদেশগমন কার্যক্রম ১০০ শতাংশ ডিজিটালাইজড, যা দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে তিনি সতর্ক করে বলেন, “যদি মেশিনের পেছনে থাকা মানুষগুলো দায়িত্বশীল না হন, তাহলে সাফল্য পুরোপুরি সম্ভব হবে না। আমাদের মনে রাখতে হবে, মানুষজনের দায়বদ্ধতা অপরিহার্য।”
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ড. আসিফ নজরুল আরও বলেন, প্রবাসীরা যারা প্রথমবার ভোটের জন্য নিবন্ধন করেছেন, তারা এবার প্রথমবার ভোট দিতে পারবেন। তিনি বলেন, “প্রবাসীদের প্রতি যে গুরুত্ব আমরা দিচ্ছি, তা প্রতিফলিত হচ্ছে ঢাকা এয়ারপোর্টের রুটিন কার্যক্রমে, যেখানে প্রথমবারের মতো আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি। যদিও এগুলো যথেষ্ট নয়, তবে এগুলো একটি গুরুত্বপূর্ণ সূচনা।”
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক চুক্তির কথাও তিনি তুলে ধরেন। চুক্তির প্রভাব এখনো পুরোপুরি দেখা না গেলেও তিনি আশা প্রকাশ করেন, এতে ইতিবাচক প্রভাব আসবে। সৌদি মিনিস্টার এবং বাংলাদেশি মিশন উল্লেখ করেছেন, পূর্বের কোনো সরকার এই ধরনের চুক্তি করতে পারেনি।
ড. আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়ায় আগে শ্রমিকরা একবার গেলে ফিরে আসতে পারত না, কারণ সিঙ্গেল ভিসা ছিল। আমরা প্রচেষ্টা চালিয়ে এটি মাল্টিপল ভিসা করেছি, যা প্রথমবারের মতো হয়েছে। এছাড়া মালয়েশিয়ার সিন্ডিকেটকে সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। প্রবাসী শ্রমিকদের থেকে অনিয়ন্ত্রিত মুনাফা নেওয়া বন্ধ করার জন্য আমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছি।”
শেষে তিনি বলেন, “পরবর্তী যে সরকার আসুক না কেন, যদি তারা দেশের মানুষের প্রতি অন্ততমাত্র ভালোবাসা, ঈমান এবং কৃতজ্ঞতাবোধ রাখে, তাহলে তারা আমাদের কাজকে আরও এগিয়ে নিতে পারবেন। প্রবাসীদের কল্যাণে আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।”




