ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল ২০২৬ মিনি নিলাম: যে দল পেলেন সাকিব

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর মিনি নিলাম। এই নিলামে মোট ৭৭টি শূন্যস্থান পূরণে প্রায় ৩৫০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হয়। নিলাম শেষে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের নির্ধারিত ২৫ জন খেলোয়াড়ের স্কোয়াড সম্পন্ন করে।

এই নিলাম থেকেই ২১ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সাকিব হুসেইন নিজের আইপিএল যাত্রার নতুন ঠিকানা খুঁজে নেন। তাঁকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ (SRH)।

শিরোপার লক্ষ্যে হায়দরাবাদের বড় বাজি

আইপিএল ট্রফি জয়ের লক্ষ্য সামনে রেখে এবারের মিনি নিলামে বেশ আক্রমণাত্মক কৌশল নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের মারকুটে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে রেকর্ড ১৩ কোটি টাকায় দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।

এ ছাড়া অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডসকে কেনা হয় ৩ কোটি টাকায়। আনক্যাপড ভারতীয় অলরাউন্ডার শিবাং কুমার যোগ দেন মাত্র ৩০ লাখ টাকায়।

ভিত্তিমূল্যেই সাকিব হুসেইনকে নিশ্চিত করল SRH

তারকা ক্রিকেটারদের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাবনাময় প্রতিভাদের দিকেও বিশেষ নজর ছিল হায়দরাবাদের। সেই কৌশলেরই অংশ হিসেবে ৩০ লাখ টাকার ভিত্তিমূল্যে থাকা সাকিব হুসেইনকে দ্রুত নিজেদের স্কোয়াডে যুক্ত করে নেয় SRH।

এটি স্পষ্ট করে যে তরুণ প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে হায়দরাবাদ বরাবরের মতোই সচেতন।

যুব শক্তিতে ভরসা SRH-এর

সাকিব হুসেইনের পাশাপাশি আরও কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের মধ্যে রয়েছেন-

উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরা

ওঙ্কার তুকারাম তারমালে

অমিত কুমার

শিবাং কুমার

প্রফুল হিঙ্গে

ক্রেইন্স ফুলেত্রা

এই তালিকা হায়দরাবাদের ভবিষ্যৎ পরিকল্পনারই প্রতিফলন।

সাকিব হুসেইনের ক্রিকেট যাত্রা

২১ বছর বয়সী সাকিব হুসেইন উঠে এসেছেন বিহারের গোপালগঞ্জ জেলা থেকে। বয়সভিত্তিক পর্যায়ে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে তিনি জায়গা করে নেন বিহার সিনিয়র দলে, সেখানেও নিজের খেলায় নজর কাড়েন।

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন সাকিব। প্রাথমিকভাবে অবিক্রীত থাকলেও পরে ২০ লাখ টাকায় তাঁকে দলে নেয় KKR। যদিও মাঠে নামার সুযোগ তখন পাননি তিনি।

এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ পাওয়ায়, আইপিএলে অভিষেকের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার পথ অনেকটাই খুলে গেল তরুণ এই ক্রিকেটারের।

সংবাদটি শেয়ার করুন