ভাতা আদায়ের দাবিতে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া সংগঠনের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্য বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী ও বিকাশ চন্দ্র রায়, একই মন্ত্রণালয়ের ইসলামুল হক ও মহসিন আলী, ব্যক্তিগত কর্মকর্তা তায়েফুল ইসলাম এবং অফিস সহায়ক আবু বেলাল রয়েছেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসিকেও বরখাস্ত করা হয়েছে।
এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এসব কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) শাহবাগ থানার উপপরিদর্শক কে এম রেজাউল করিম প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সচিবালয় ভাতা দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা সচিবালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় ফিরতে সক্ষম হন। পরদিনও আন্দোলনকারীরা সচিবালয় এলাকায় সড়ক অবরোধ অব্যাহত রাখলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যায়ক্রমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।




