ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গুরুতর অবস্থায়ই গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। তবে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসায় সাময়িক উন্নতি দেখা যায়। গতকাল মঙ্গলবার সারাদিন এবং আজ সকালে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর আবারও অবস্থার অবনতির খবর পাওয়া গেছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এ লক্ষ্যে মেডিক্যাল রিপোর্টসহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠানো হয় সংশ্লিষ্ট হাসপাতালে। তবে এই প্রক্রিয়া চলাকালেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
সূত্র আরও জানায়, ওসমান হাদির মাথায় অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে পর্যাপ্ত সুবিধা নেই। তবে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের উন্নত ব্যবস্থা রয়েছে।
প্রাথমিকভাবে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে ব্রিটেনে নেওয়ার চেষ্টা করলেও বর্তমানে বিষয়টিতে সরকার সক্রিয় ভূমিকা নিয়েছে। আজ সকালে উপদেষ্টা ফওজুল কবির খান, মোস্তফা সরয়ার ফারুকী ও ডা. সায়েদুর রহমান টেলিকনফারেন্সে হাদির বড় ভাই ওমরের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তবে চিকিৎসকরা জানাচ্ছেন, দীর্ঘ ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা হাদির আছে কি না, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি প্রয়োজন। চিকিৎসকরা যদি ভ্রমণের অনুমতি না দেন, তাহলে তাকে যুক্তরাজ্যে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
এর আগে আজ সকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, হাদির শরীর সম্পূর্ণভাবে স্থিতিশীল না হলে অস্ত্রোপচারের প্রস্তুতি সম্ভব নয়। চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ড—যে কোনো স্থানে হতে পারে। পোস্টে বলা হয়, ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন জরুরি এবং বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে কার্যকর সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে বলেও জানানো হয়।




