ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক, সুপারিশ চূড়ান্ত?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিতব্য এই সভায় কমিশনের স্থায়ী ও অস্থায়ী সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠকের মূল লক্ষ্য থাকবে পে-স্কেল সংক্রান্ত সুপারিশগুলোকে চূড়ান্ত কাঠামোর দিকে এগিয়ে নেওয়া।

পে কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, ইতোমধ্যে একাধিক ধাপে বৈঠক হয়েছে। আজকের সভায় বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এক বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে—এমন নিশ্চয়তা নেই। কারণ, পে-স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট নানা জটিল বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

কমিশন সূত্রে আরও জানা গেছে, অনলাইনে জমা দেওয়া মতামত এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রস্তাব পর্যালোচনার পরই সদস্যদের নিয়ে এই বৈঠক আহ্বান করা হয়েছে। প্রাপ্ত প্রস্তাবগুলো গভীরভাবে বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ তৈরির চেষ্টা করছে কমিশন। তবে সব বিষয় একসঙ্গে নিষ্পত্তি করতে হলে সামনে আরও কয়েক দফা বৈঠক প্রয়োজন হতে পারে।

এদিকে নবম পে-স্কেল নিয়ে কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা ঘোষিত কঠোর কর্মসূচি কমিশনের কাজে কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কমিশনের ভাষ্য, আন্দোলন ঠেকানো বা আশ্বাস দেওয়া তাদের দায়িত্ব নয়; নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রস্তুত করাই তাদের মূল কাজ।

কমিশনের একজন কর্মকর্তা বলেন, প্রতিটি দপ্তর ও সংগঠন থেকে পাওয়া প্রস্তাব খুঁটিয়ে দেখে লিখিত আকারে সংরক্ষণ করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। নবম পে-স্কেলের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা জানানো না হলেও, রিপোর্ট প্রস্তুত হলেই গণমাধ্যমের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাবে এবং তখন কমিশনের চেয়ারম্যান বিস্তারিত ব্যাখ্যা দেবেন।

সংবাদটি শেয়ার করুন