ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদী হত্যাচেষ্টাকারীরা এখনও দেশেই আছে: জুমা

শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত অপরাধীরা এখনও দেশের ভেতরেই রয়েছে বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা। বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে ফাতিমা তাসনিম জুমা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তাদের জানানো হয়েছে যে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত সিল করা হয়েছিল। তার মতে, এতে স্পষ্ট হয় যে হামলায় জড়িতরা দেশ ছাড়তে পারেনি এবং তারা এখনো দেশের মধ্যেই অবস্থান করছে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা সীমান্ত পার হয়ে গেছেএমন প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কয়েকজনকে ধরে বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখানোর চেষ্টাও চলছে বলে দাবি করেন তিনি।

ডাকসু নেত্রী তার পোস্টে বলেন, ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের জীবিত অবস্থায় জনসম্মুখে হাজির করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন