ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সালমান ও আনিসুল হকের অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ, যার নেতৃত্ব দেবেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। অপর দুই সদস্য হলেন শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) তাদের বক্তব্য উপস্থাপন করবেন, এরপর আসামিপক্ষের আইনজীবীরা নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন। এর আগে, ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন