ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকরা ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না

বেসরকারি স্কুলকলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা কিছু নির্দিষ্ট পেশায় নিযুক্ত হতে পারবেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে নোটিশ বিতরণ করা হয়েছে।

কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, এমপিওভুক্ত শিক্ষকরা কোন কোন পেশায় কাজ করতে পারবেন না তা মাউশি নির্ধারণ করেছে এবং নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে বলা হয়েছে, শিক্ষকরা মূল শিক্ষকতা পেশার দায়িত্ব ও সময় যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার জন্য অন্যান্য লাভজনক পেশায় নিযুক্ত হতে পারবেন না। নিষিদ্ধ পেশার মধ্যে রয়েছেবাণিজ্যিক সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন্সের ব্যবসা, হজ এজেন্ট বা বিপণন কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালী পেশা, টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে নিযুক্ত থাকা।

তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধর্মীয় বা সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবেন। তবে এটি অবশ্যই সীমিত পরিসরে হতে হবে, যাতে তাদের মূল শিক্ষকতা দায়িত্বে কোনো প্রভাব না পড়ে।

সংবাদটি শেয়ার করুন