বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এ কর্মক্ষমতা হারানো আহত যোদ্ধা ও নিহতদের পরিবারের জন্য রাজধানীর মিরপুরে মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে যুদ্ধাহত পরিবারের জন্য ১ হাজার ৫৬০টি এবং শহিদ পরিবারের জন্য পৃথক প্রকল্পে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে দুটি প্রকল্পই সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। যুদ্ধাহত পরিবারদের জন্য মিরপুর হাউজিং এস্টেটে মিরপুর ডিওএইচএস-সংলগ্ন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে এই ফ্ল্যাটগুলো নির্মাণ করা হবে।
যুদ্ধাহতদের জন্য নির্মিতব্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাটের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। ১৩ দশমিক ৭৫ একর জমিতে ১৫টি ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ হবে। প্রতিটি ভবন হবে বেজমেন্টসহ ১৪ তলা এবং প্রতিটি তলায় থাকবে আটটি করে ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটের আয়তন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ বর্গফুট।
এই প্রকল্পের আওতায় কার পার্কিং, উন্নতমানের লিফট, সাবস্টেশন, জেনারেটর, ফায়ার হাইড্রেন্ট সি।




