আগামী মৌসুম থেকে লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলতে দেখা যাবে সার্হিও রেগিলনকে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্রতিদ্বন্দ্বীরা এবার ইন্টার মায়ামির জার্সিতে একসাথে মাঠে নামবেন। টটেনহ্যাম হটস্পারে পাঁচ বছরের চ্যালেঞ্জের পর অবশেষে নতুন ঠিকানা পেলেন রেগিলন।
রেগিলন ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেছেন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত, এবং পরে আরও এক বছর বাড়ানোর সম্ভাবনা আছে। জর্দি আলবার অবসরের পর দলের লেফট ব্যাকের দায়িত্ব নেয়ার জন্য ২৯ বছর বয়সি এই স্প্যানিশ খেলোয়াড়কে নিয়েছে ক্লাব।
মেসির সঙ্গে খেলতে আসার পর তিন মৌসুমে তিনটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। রেগিলন বলেছেন, “এটি অনেক উচ্চাভিলাষী একটি প্রকল্প। জয়ী মানসিকতার ক্লাব হিসেবে ইন্টার মায়ামি সঠিক পথে এগোচ্ছে, এবং আমি এখানে এসে সব ট্রফি জিততে চাই। আমাদের লক্ষ্য জয় ধরে রাখা এবং যেসব ট্রফি এখনও আমাদের নেই, সেগুলো আনা।”
মাদ্রিদের বংশোদ্ভূত রেগিলন ৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন। ২০১৫ সালে কাস্তিয়ার (রিয়াল মাদ্রিদ ‘বি’ দল) হয়ে অভিষেক ঘটে, এবং ২০১৮ সালে মূল দলে জায়গা পান। এরপর সেভিয়ায় খেলার পর ২০২০ সালে তিনি টটেনহ্যামে পাড়ি জমান। এখানে সেভাবে স্থায়ী হতে না পারলেও তিনি ধারাভাষ্যে আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডে খেলেছেন।
৩১ মে টটেনহ্যাম জানিয়েছিল, চুক্তি শেষের পর রেগিলন ক্লাব ছাড়বেন। ছয় মাসের অপেক্ষার পর এবার তিনি নতুন ঠিকানা ঠিক করলেন ইন্টার মায়ামিতে।




