ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে শেষ কর্মসূচি: নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন তারেক রহমান

লন্ডনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সভায় যোগ দিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই সভা অনুষ্ঠিত হবে, যা তার দেশে প্রত্যাবর্তনের আগে যুক্তরাজ্যে আয়োজিত শেষ দলীয় কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। স্থানীয় দলীয় সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শেষবারের মতো সরাসরি যোগাযোগ স্থাপনই এই আয়োজনের মূল লক্ষ্য। সে কারণে সাধারণ কমিউনিটি বা সুধীজনদের জন্য আলাদা কোনো অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়নি।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশে ফেরার আগে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনে অবস্থিত বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে যাত্রাকালে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হয়ে ২০০৮ সালে মুক্তি পান তারেক রহমান। চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে গমন করার পর থেকে দীর্ঘ সময় ধরে সেখানেই অবস্থান করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন