মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তদন্ত দ্রুত এগোচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রে জড়িতরা যেখানেই থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এই হামলা কেবল একজন নেতার ওপর আঘাত নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সরাসরি আঘাত। বিজয়ের দিনে এমন ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলেও জানান।
তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। দেশবাসীর কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
অধ্যাপক ইউনূস স্পষ্ট করে বলেন, সরকার এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির যেকোনো অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযম বজায় রাখতে হবে এবং গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। ভয়, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবিলা করা হবে।
শেষে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পবিত্র মাটিতে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের কোনো সুযোগ নেই—জাতি ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রের পথ আরও সুদৃঢ় হবে।




