গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন, ওসমান হাদির প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনা প্রমাণ করে আমাদের রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর ব্যর্থতা রয়েছে। যারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু তা যথাযথভাবে পালন করছেন না, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে চাওয়া সকল পক্ষকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। শুধুমাত্র পতিত ফ্যাসিস্টরাই নয়, কিছু রাজনৈতিক মহলও নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাকি বলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। যারা এই প্রক্রিয়াকে ব্যাহত করবে, তারা দেশের ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে।
জোনায়েদ সাকি আরও উল্লেখ করেন, অভ্যুত্থানের শক্তিগুলোকে একত্রিত থাকা প্রয়োজন। প্রতিযোগিতা থাকবে, তবে ন্যূনতম ঐকমত্য থাকলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব। অন্যথায়, এই বিরোধের সুযোগ নিয়ে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ হতে পারে।




