ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষণ কাটাছেঁড়া নিয়ে বিতর্ক, বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে বিশাল অঙ্কের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’-তে ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ মামলায় তিনি ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানায় বিবিসি নিজেই। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অভিযোগের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার দিন দেওয়া তার একটি বক্তব্য।

সেই দিন ওয়াশিংটনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে দেওয়া প্রায় এক ঘণ্টার ভাষণের একটি অংশে ট্রাম্প বলেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।’ পরে একই ভাষণে তিনি আরও বলেন, ‘এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।’

কিন্তু ট্রাম্পের দাবি, বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে এই দুটি আলাদা সময়ের বক্তব্য জুড়ে একসঙ্গে প্রচার করা হয়েছে। সেখানে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি একটানা বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।’

ফ্লোরিডার একটি আদালতে দায়ের করা মামলার নথিতে বলা হয়েছে, এ ধরনের সম্পাদনার মাধ্যমে বিবিসি শুধু মানহানিই করেনি, বরং বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইনও লঙ্ঘন করেছে।

ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, বিবিসি ‘ইচ্ছাকৃত ও প্রতারণামূলক উপায়ে’ ভাষণ সম্পাদনা করে এমন ধারণা তৈরি করেছে যে, ট্রাম্প সরাসরি সহিংসতায় উসকানি দিয়েছিলেন। ট্রাম্প নিজেও অভিযোগ করে বলেন, তার বক্তব্য ‘চুরি করে বদলে’ জনসমক্ষে ভুলভাবে তুলে ধরা হয়েছে।

এরই মধ্যে বিবিসি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, ওই সম্পাদনার কারণে দর্শকদের মধ্যে একটি ‘ভুল ধারণা’ তৈরি হতে পারে। তবে মানহানির অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার কোনো ভিত্তি নেই।

এর আগে এই বিতর্কের জেরে সমালোচনার মুখে পড়ে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন। তবুও ট্রাম্পের ক্ষোভ প্রশমিত হয়নি। তিনি বিবিসিকে ‘বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে বলেন, সত্যকে আড়াল করতেই তার বক্তব্য বিকৃত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন