ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা জারি

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান এবং রিটেইনার নিয়োগে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা–৪ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে জানানো হয়, নীতিমালার নাম নির্ধারণ করা হয়েছে— ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’। নির্বাচনকালীন সহিংসতা, পেশিশক্তির প্রদর্শন রোধ এবং জবাবদিহি নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

নীতিমালার লক্ষ্য ও প্রযোজ্য ক্ষেত্র

সরকার বলছে, প্রকৃত নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের অনুমোদন দেওয়া হবে। এটি প্রযোজ্য হবে সরকার কর্তৃক স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নির্বাচনী মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ করা সংসদ সদস্য পদপ্রার্থীদের ক্ষেত্রে।

লাইসেন্স পাওয়ার যোগ্যতা

লাইসেন্সের জন্য আবেদনকারীর—

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে

যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি থাকতে হবে

শারীরিক–মানসিকভাবে সক্ষম হতে হবে

অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে

সীমাবদ্ধতা

লাইসেন্স শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য সীমিত ক্যালিবারের অস্ত্রেই সীমাবদ্ধ থাকবে। একাধিক অস্ত্রের লাইসেন্স বা সামরিক ধরনের অস্ত্রের অনুমোদন থাকবে না।

লাইসেন্সের মেয়াদ

নির্বাচনের ফল ঘোষণার পর আরও ১৫ দিন পর্যন্ত লাইসেন্স কার্যকর থাকবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল গণ্য হবে। তবে শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তর করতে পারবে।

রিটেইনার নিয়োগের শর্ত

শুধুমাত্র বাস্তব নিরাপত্তা ঝুঁকি থাকলে রিটেইনার নিয়োগ করা যাবে। রাজনৈতিক চাপ সৃষ্টি, প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রিটেইনার নিয়োগ বৈধ নয়। কোনো পদপ্রার্থী যদি অস্ত্র কেনায় অনিচ্ছুক বা অসমর্থ হন, তবে বৈধ লাইসেন্সধারী ও প্রশিক্ষিত কাউকে রিটেইনার হিসেবে নিয়োগ দিতে পারবেন—যা অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষ।

রিটেইনারের যোগ্যতা

বাংলাদেশি নাগরিক, ন্যূনতম বয়স ২৫ বছর

অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্সপ্রাপ্ত

আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত (অবসরপ্রাপ্ত সেনা/পুলিশ অগ্রাধিকার)

সরকারি হাসপাতালের মেডিকেল ফিটনেস সনদপ্রাপ্ত

সংখ্যা

প্রতিটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ করা যাবে। নির্ধারিত সময় শেষে রিটেইনারের অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন