ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে সর্বশেষ যা জানা গেল

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজ (১৫ ডিসেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে পাঠাবে। তবে তার বিরুদ্ধে কোন মামলা দেখানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এখনও কোনো মামলা করা হয়নি, তবে প্রক্রিয়াটি চলমান। মামলা হলে তা জানানো হবে।

জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্স মামলার আবেদন সংক্রান্ত জিজ্ঞাসার উত্তরে ডিবি প্রধান জানান, আনিস আলমগীরের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ডিবি সূত্রে জানা গেছে, দুপুরের পর আনিস আলমগীরকে আদালতে পাঠানোর জন্য মামলা করা হবে। সূত্র নিশ্চিত করেছে যে তাকে ছেড়ে দেওয়া হবে না।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। রাতেই ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজনীতি নিষিদ্ধের পরও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলের সমর্থন প্রকাশের কারণে আনিস আলমগীরকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন