শেষ ওভার পর্যন্ত উইকেটে থেকেও নিউজিল্যান্ডকে জেতাতে পারেননি কেন উইলিয়ামসন। নাটকীয়ভাবে ম্যাচ ঘুরে যায় কিউই অধিনায়ক আউট হওয়ার পরেই। রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ পর্যন্ত টাই হয়েছে।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের জয়ের লক্ষ্য ছিল ১৮০ রান। শেষ ওভারে কিউইদের দরকার ছিল ৯ রান। মোহাম্মদ শামির করা শেষ ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা মারেন রস টেলর।
মোহাম্মদ শামির করা ওই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে বসেন রস টেলর। সেই এক ছক্কাতেই মনে হচ্ছিল ম্যাচ জিতেই গিয়েছে নিউজিল্যান্ড। টেলর সিঙ্গেল নেন পরের বলে। মাত্র ২ রান দরকার শেষ ৪ বলে। ৬ উইকেট হাতে। ভারত এর হার তখন প্রায় নিশ্চিত। কিন্তু পরের বল থেকেই ঘুরতে থাকে ম্যাচের চিত্র। ওভারেই তৃতীয় বলে সেট ব্যাটসম্যান উইলিয়ামসন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। কিউই অধিনায়ক ফেরার আগে ৬৮ বলে ৮ চার আর ৬ ছক্কায় ৯৫ রান করেন।
ওভারের চতুর্থ ও পঞ্চম বল মিস করেন নতুন ব্যাটসম্যান টিম সেইফার্ট। তবে পঞ্চম বলটিতে লেগ বাইয়ে কোনোমতে এক রান নেন সেইফার্ট। ম্যাচ তখন টাই। ১ রান দরকার শেষ বলে। কিন্তু মোহাম্মদ শামির ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান টেলর। তাতেই নিউজিল্যান্ডের হাত থেকে জয় ফস্কে যায়। ম্যাচ জয়ী নির্ধারনের জন্য শুরু হয় সুপার ওভার।
ম্যাচের প্রথম ইনিংসে ওপেনার রোহিত শর্মার হাফসেঞ্চুরির ওপর ভর করে ৫ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় ভারত। রোহিত ৪০ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৬৫ রান করেন। ভারতীয় অধিনায়ক করেন ২৭ বলে ৩৮ রান।
পরবর্তীতে সুপার ওভারে ভারত ম্যাচটি জিতে যায়। এবং ম্যাচ সেরা পুরস্কার দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
আনন্দবাজার/এস.কে