ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো সামরিক জোটে যোগদানের পরিকল্পনা স্থগিত করার প্রস্তাব দিয়েছেন। তিনি এই প্রস্তাব করেছেন পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে, যা ইউক্রেনের জন্য বড় ধরনের কৌশলগত পরিবর্তন।
গতকাল বার্লিনে জেলেনস্কি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পাঁচ ঘণ্টা ধরে আলোচনায় বসেন, যেখানে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনার ধারাবাহিকতা সোমবারও থাকবে।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘প্রতিনিধিরা শান্তি পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন।’
উল্লেখযোগ্যভাবে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও উইটকফ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। তবে আলোচনার সব বিবরণ প্রকাশ করা হয়নি।
জেলেনস্কির উপদেষ্টা দিমিত্রি লিটভিন জানিয়েছেন, আলোচনার খসড়া নথি বর্তমানে বিবেচনা চলছে এবং রাষ্ট্রপতি সোমবার বিস্তারিত মন্তব্য করবেন। তিনি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, আলোচনায় পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগেছে এবং আজ তা পুনরায় শুরু হয়েছে।
আলোচনার আগে, জেলেনস্কি ন্যাটোতে যোগদানের লক্ষ্য স্থগিত করার প্রস্তাব দেন। এটি রাশিয়ার নিরাপত্তা উদ্দেশ্যের দিকে একটি ধাপ এগিয়ে দিয়েছে, যদিও ইউক্রেন এখনও মস্কোর কাছে কোনো ভূখণ্ড সমর্পণে রাজি নয়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই আলোচনার আয়োজন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দুই পক্ষকে আলাপচারিতায় বসতে দেন। অন্যান্য ইউরোপীয় নেতারা সোমবার জার্মানিতে এসে আলোচনায় অংশগ্রহণ করবেন।
জেলেনস্কি বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ন্যাটোতে যোগদান, যা প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। তবে মার্কিন ও কিছু ইউরোপীয় অংশীদার এই বিষয়ে সমর্থন দেয়নি।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদারের কাছ থেকে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা যুদ্ধের সম্ভাব্য নতুন আক্রমণ থামানোর জন্য কার্যকর হতে পারে। বর্তমান ফ্রন্টলাইন ধরে যুদ্ধবিরতি কার্যকর করাও একটি বাস্তবসম্মত বিকল্প।
সূত্র : রয়টার্স




