সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার সন্ধ্যায় বাংলাদেশ সময় ৭টায় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে শোক ও সমবেদনা জানান।
ফোনালাপে গুতেরেস বলেন, “এই ভয়াবহ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। শোক জানাতেই ফোন করেছি।” তিনি বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং নিহত শান্তিরক্ষীদের পরিবারের কাছে তাঁর সমবেদনা পৌঁছে দিতে ড. ইউনূসকে অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শান্তিরক্ষীদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে বলেন, এই ক্ষতি অপূরণীয়। তিনি জাতিসংঘের কাছে আহত সৈন্যদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর এবং নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জবাবে গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের ইতোমধ্যে সুদানের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
আলোচনার একপর্যায়ে ড. ইউনূস গত রমজানে গুতেরেসের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। পাশাপাশি আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও কথা হয়। তিনি জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আলাপের শেষদিকে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সফলতা নিয়ে আস্থা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।




