সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিহতদের পরিবার, স্বজন, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে ইইউ এই নৃশংস হামলার ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ইইউ কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। একই সঙ্গে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
ইইউ আরও উল্লেখ করে, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের সাহস, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অনন্য ভূমিকা রেখে চলেছেন। এ অবদানের জন্য তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ইইউর পাশাপাশি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং শান্তিরক্ষীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।




