ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গঠিত হলো অনুসন্ধান ও বিচারিক কমিটি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী অনিয়ম প্রতিরোধ ও অপরাধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরে রোববার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন এবং নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান করে সার্বক্ষণিক নির্বাচনী কার্যক্রম তদারকি করবেন। প্রজ্ঞাপন কার্যকর হওয়ার তারিখ থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব বহাল থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আলোচনা করেছে কমিশন। যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন