ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কম্বোডিয়ার সীমান্তে নতুন করে থাই সামরিক অভিযান

কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত বিরোধের মধ্যে আবারও সামরিক পথে হাঁটল থাইল্যান্ড। দুই দেশের সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতার চেষ্টা অব্যাহত থাকলেও আজ রোববার ভোরে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে থাই সেনাবাহিনী।

থাইল্যান্ডের দাবি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবেই এ সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের প্রেক্ষাপটে দেশটির উপকূলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগের দিন শনিবার কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করার ঘোষণা দেয়। সীমান্ত বন্ধের এক দিনের মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

রিয়ার অ্যাডমিরাল পারাচ রত্তানাচাইয়াপানের বরাতে দিয়ে থাই নৌবাহিনীর মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমে জানায়, ত্রাত প্রদেশের একটি নির্দিষ্ট এলাকায় থাই বাহিনী অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তাঁর ভাষায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বজায় রাখতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

থাই সেনাবাহিনী দাবি করেছে, অভিযানে সংশ্লিষ্ট সব বিরোধী শক্তিকে এলাকা থেকে উৎখাত করা সম্ভব হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সরকারি টেলিভিশন চ্যানেল থাই পিবিএস জানায়, অভিযানের পর ওই এলাকায় থাইল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, যা পুনর্দখলের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে।

উল্লেখ্য, ঔপনিবেশিক আমলের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৫ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং দুই দেশের মিলিয়ে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন