দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।
এদিকে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে—এমন দাবি উঠলেও তা মানতে নারাজ ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি আগে একবার গ্রেপ্তার হয়েছিল এবং তার সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে। এরপরও তাকে শনাক্ত বা আটক করা যাচ্ছে না—এ বিষয়টি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
জুমা আরও বলেন, তাদের বিশ্বাস অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়নি। ‘পালিয়ে গেছে’ বলে হতাশা তৈরি করে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে বা তাকে পালাতে সহযোগিতার একটি পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা একজনের কাজ নয়, এটি একটি সংগঠিত সিন্ডিকেটের অংশ বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, পুরো সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে এবং হামলাকারীদের সহযোগীরা হাসপাতালেও উপস্থিত হয়েছিল—এমন তথ্য তাদের কাছে রয়েছে।
ফাতিমা তাসনিম জুমা বলেন, তারা অনেক কষ্ট ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। তবে পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেপ্তার দেখতে চান তারা। একই সঙ্গে ওসমান হাদিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি। সতর্ক করে দিয়ে বলেন, ধৈর্যের সীমা বেশি দিন ধরে রাখা সম্ভব নাও হতে পারে।




