ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কলারশিপ দিচ্ছে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়

ইতালির প্রাচীন ও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান জেনোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ ঘোষণা করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ মার্চ ২০২৬।

জেনোয়া বিশ্ববিদ্যালয় ইতালির অন্যতম পুরনো বিশ্ববিদ্যালয়, যা ১৪৮১ সালে প্রতিষ্ঠিত। উত্তর ইতালির বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গবেষণা, একাডেমিক উৎকর্ষতা, আধুনিক ল্যাব সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের জন্য সুপরিচিত। শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগের কারণে এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।

সুবিধাসমুহ

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*বিনা খরচে বা স্বল্পমূল্যে আবাসন সুবিধা প্রদান করবে;

অধ্যয়নের ক্ষেত্র

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

বিজ্ঞান অনুষদ

চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য অনুষদ

ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনা

সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যা

স্থাপত্য ও নকশা অনুষদ

প্রতিটি অনুষদের অধীনে ৭–৮টি বিভাগ রয়েছে। উদাহরণস্বরূপ, প্রকৌশল অনুষদে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। ব্যবসা শিক্ষায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট পড়া যায়। সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যায় আইন, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে অধ্যয়ন সম্ভব।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই তাঁর নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*ইংরেজী ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;

*মোটিভেশন লেটার;

*ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);

*দুটি রিকমেন্ডেশন লেটার;

আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৬।

আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…

সংবাদটি শেয়ার করুন