ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢামেকে হাসপাতালে হাজতির আকস্মিক মৃ’ত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতি মো. মেহেদী হাসান গাউস (৩০) অসুস্থ হয়ে মারা গেছেনশনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হঠাঅসুস্থ হওয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়সেখানে বিকাল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কারারক্ষী মো. মারুফ জানান, দুপুর আনুমানিক দুইটার দিকে মেহেদী হাসান কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুকও নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৫০৫৪৬/২৫। তিনি মো. মোস্তফা ফরাজীর ছেলে এবং ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামের বাসিন্দা। তবে কোন মামলায় তিনি গ্রেফতার ছিলেন, তা কারারক্ষী নিশ্চিত করতে পারেননি।

মৃত্যুর পর লাশ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন