জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ইতোমধ্যে জব্দ করেছে।
ফয়সাল করিমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ‘ব্যাটল অব ৭১’ নামের একটি কম্পিউটার গেম তৈরি করেছিল এই প্রতিষ্ঠান।
ফয়সাল করিম মাসুদ কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার, পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা আততায়ী শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় আদাবর থানায় মামলা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। ৭ নভেম্বর র্যাব তাকে গ্রেফতার করে এবং কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দেয় এবং ১২ আগস্ট এক বছরের জন্য নতুন করে জামিন মঞ্জুর করা হয়।




