ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে ফখরুলের কঠোর বার্তা

সাম্প্রতিক সময়ে শত্রুরা পুনরায় হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করেছেন, সামনে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

রবিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখব।

তিনি স্মরণ করান, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর ও আল-শামসদের হাতে দেশের বহু বুদ্ধিজীবী নিহত হন।

সংবাদটি শেয়ার করুন