ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করার ঘটনায় অভিযুক্তদের শনাক্তের পর পুলিশ অন্তত পাঁচটি স্থানে অভিযান চালিয়েছে। তবে সন্ত্রাসীরা বারবার অবস্থান পরিবর্তন এবং সিমকার্ড পরিবর্তনের কারণে গ্রেফতারে কিছুটা জটিলতার মুখোমুখি হচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানিয়েছেন, হাদির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেলের চালক ও তার পেছনে বসে গুলি চালানো ব্যক্তিকে আসামি করা হবে।
ডিএমপির মতিঝিল জোনের এক কর্মকর্তা জানান, তদন্তে ‘বিশেষ অগ্রগতি’ হয়েছে। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালিয়েছে এমন কোনো তথ্য নেই। তিনি বলেন, “অভিযুক্ত রাহুল পালাতে পারেননি। বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তার বাসাসহ অন্তত পাঁচটি জায়গা লোকেট করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।”
ওই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার করছিলেন এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানো হলেও নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, তদন্তে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। র্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবেন। তবে তারা হাসপাতালে থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।




