ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন ও প্রতীক বরাদ্দের দিনেও খোলা থাকবে নির্বাচন কার্যক্রম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন নির্দেশনা দিয়েছে। এর অংশ হিসেবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্ধারিত সময় পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়। এতে নির্বাচন সংক্রান্ত নির্ধারিত সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, তপশিল ঘোষণার পর থেকে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিস এবং উপজেলা বা থানা নির্বাচন অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষভাবে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ, প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ দিনগুলোতে এসব অফিস খোলা রাখার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে, এসব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে ছুটির দিনেও অফিস কার্যক্রম চালু রাখা অত্যন্ত প্রয়োজন।

এছাড়া মনোনয়নপত্র দাখিল ও বাছাই, বাছাই বা গ্রহণের বিরুদ্ধে কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে অফিস সময়ের পরেও দপ্তর খোলা রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে ইসি স্পষ্ট করে জানিয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ বা প্রার্থীতা প্রত্যাহারের আবেদন গ্রহণযোগ্য হবে না।

সংবাদটি শেয়ার করুন