ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হা‌দির চিকিৎসা নিয়ে সর্বশেষ যা জানা গেল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই প্রার্থীর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বোর্ডটি গঠন করা হয়। বোর্ডের নেতৃত্বে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবাল। অন্যান্য সদস্যরা হলেন—হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ আজিজ, নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আলীউজ্জামান এবং থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জুলফিকার হায়দার।

ডা. জাফর ইকবালের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের সদস্য এবং চিকিৎসক ডা. আব্দুল আহাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত তাকে নতুন কোনো অপারেশনে নেওয়া হবে না। ওষুধ ও অন্যান্য আনুসাঙ্গিক চিকিৎসা চলবে।”

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবারের সিদ্ধান্তে তাকে ঢামেক হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

সংবাদটি শেয়ার করুন