ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর হামলা আ’লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়।

তিনি বলেন, “হাদির ওপর হামলা শুধু একটি ঘটনা নয়, এটি আওয়ামী লীগের নির্বাচনী ষড়যন্ত্রের প্রারম্ভিক ছক।”

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ যেন কোনো সুবিধা পায় না, তা নিশ্চিত করার জন্য ফ্যাসিবাদবিরোধী দলগুলো একমত।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা বিশেষভাবে তিনটি দলের নেতাদের আলোচনার জন্য ডেকেছিলেন, যেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তিনি যোগ করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক বিষয়, রাজনীতিতে একে অপরের বিরুদ্ধেও কথা বলা হয়। তবে সেই প্রতিদ্বন্দ্বিতা যেন সীমারেখা অতিক্রম না করে এবং আওয়ামী লীগের জন্য কোনো সুযোগ তৈরি না হয়, এই বিষয়ে সব পক্ষ ঐকমত্য প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন