স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই আন্দোলনে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আলাদা নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি একটি কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো ওই কমিটি সরাসরি তদারকি করবে।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর যে সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। হামলাকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিলে তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করতে আগ্রহী, তাদের মধ্যে কেউ চাইলে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে অস্ত্রের লাইসেন্স পেতে পারেন। আইন মেনে যাচাই-বাছাই শেষে এ বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।




