রাজধানীবাসীর অন্যতম প্রধান গণপরিবহন মেট্রোরেল আবারও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। হঠাৎ এই পরিস্থিতিতে স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ দেখা দেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি শনাক্ত করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে ঠিক কখন থেকে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এর আগের দিন শুক্রবার (১২ ডিসেম্বর) ভিন্ন কারণে দীর্ঘ সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির ফলে প্রায় ৫ ঘণ্টা মেট্রোরেল সেবা বন্ধ থাকে।
হঠাৎ এই কর্মবিরতির কারণে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিকল্প পরিবহনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয় রাজধানীর সড়কগুলোতে।
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্মীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। এরপর শুক্রবার রাত ৮টার কিছু পর থেকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও ২৪ ঘণ্টার ব্যবধানে ফের যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন।
একদিকে কর্মীদের আন্দোলন, অন্যদিকে যান্ত্রিক ত্রুটি ঘন ঘন এমন পরিস্থিতিতে মেট্রোরেলের নিরবচ্ছিন্ন সেবা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের জানানো হবে।




